প্রা র্থ না:
হে দয়াময়, করুনার আধার,
তুমি আমাদের সালাত, কুরবানি, দান-সদকা এবং অন্যান্য সকল নেক আমলগুলো কবুল করে নাও।
আমাদের গুনাহ মোচন করো।
আমাদেরকে সংশোধন করো।
শয়তান ও কুপ্রবৃত্তির তাড়না থেকে হেফাজত করো।
বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের সমস্যাগুলো দূর করে দাও।
রোগীদেরকে সুস্থ করো।
অভাবীদের অভাব মোচন করো।
ব্যথিত হৃদয়ে প্রশান্তি দাও।
ঋণের ভারে ক্লান্ত মানুষের ঋণ পরিশোধের ব্যবস্থা করো,
যত মানুষ অব্যক্ত বেদনা বুকে নিয়ে তোমার কাছে করুণা ভিক্ষা করে ও সাহায্য চায় তাদের প্রার্থনা কবুল করো।
- তুমি দয়াকরে বিশ্ব থেকে করোনা নামক মহামারী উঠিয়ে নাও।
দিকে দিকে মুসলিম মজলুমানকে সাহায্য করো।
ভয়ে বিহ্বল হৃদয়ে সাহস দাও।
তোমার পথে জিহাদকারীরকে শক্তি দাও।
ইসলামকে বিজয়ী করো।
পথভ্রষ্টদেরকে সুপথ দেখাও।
ইসলাম বিমুখ মানুষকে ইসলামের পথ দেখাও।
ইমান সহ মৃত্যুবরণকারীদের কে ক্ষমা করে জান্নাতবাসি করো।
এবং আমাদের কে ইসলামের জন্য কবুল করে নাও যেন ইসলাম বুকে ধারণ করে চলতে পারি মৃত্যু অবধি। আল্লাহুম্মা আমীন।
নিশ্চয়ই তুমি দোয়া কবুল কারী, অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু।
#abdullahilhadi
0 Comments