Recent Tube

মরুভুমির হাতছানি..৩৯ মুহিউল ইসলাম মাহিম চৌধুরী



                মরুভুমির হাতছানি..

                                  পর্ব-৩৯;

 হজ্জ ভ্রমণ';

 ♦ আল মুহাসসার উপত্যাকার নিকটবর্তী  নামবিহীন জায়গা -যেখানে হস্তিবাহিনী আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গিয়েছিল। 
----------------------------------------------------


পৃথিবীতে কত জাতিকে মহান আল্লাহ তাদের নাফরমানীর কারণে ধ্বংশ করে দিয়েছেন । যারা তাদের স্বজাতির কাছে আর ফিরে যেতে পারেনি । এর মধ্যে '''আসহাবুল ফীল'' অন্যতম । তাদের ধ্বংসযজ্ঞের স্থানটুকু আজও আছে । যা হারামের সীমানার অনতিদূরে আজও বিদ্যমান । আবরাহাসহ তার বাহিনীর উপরে আজাব নাজিলের এ জায়গাটি হাজীদেরকে অতিক্রম করতে হয় । অবশ্য আজকাল গাড়ীতে চড়ার কারণে সে জায়গাটি অনেকে চিনতে পারেননা । 
 নামবিহীন এই সেই অভিশপ্ত জায়গা।  যেই জায়গায় কা'বা ঘর ধ্বংশ করতে অাসা বাদশাহ অাব্রাহার হস্তিবাহিনীকে ঝাঁকে ঝাঁকে  পাখির নিক্ষিপ্ত কঙ্কর দ্বারা মহান  অাল্লাহ ধ্বংশ করে দিয়েছিলেন।।

  এই জায়গাটির নাম না মিনা অার না মুজদালিফা । এর এক প্রান্তে সাইনববোর্ডে অারবীতে লিখা রয়েছে ''বিদায়াতু মিনা'' অার অপর প্রান্তে সাইনবোর্ডে লিখা রয়েছে ''বিদায়াতু মুজদালিফা''।। মধ্যখানের এই নামবিহীন জায়গাটি হস্তিবাহীনির উপর আজাব নাজিলের জায়গা । যার কারণে বিদায় হজ্জের সময় হুজুর (স) এই জায়গাটি দ্রুতপদে অতিক্রম করেছিলেন ।। সাহাবায়ে কেরামদেরকেও দ্রুত এ স্থান থেকে প্রস্থান করার জন্য অাদেশ করেছিলেন

 আল্লাহ রাব্বুল অালামীন হস্তিওয়ালাদের পরিনতি সম্পর্কে পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন । 

اَلَمۡ  تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ  بِاَصۡحٰبِ الۡفِیۡلِ ؕ﴿۱﴾

 তুমি কি দেখনি যে, তোমার রাব্ব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন?

اَلَمۡ  یَجۡعَلۡ  کَیۡدَہُمۡ فِیۡ  تَضۡلِیۡلٍ ۙ﴿۲﴾

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

وَّ  اَرۡسَلَ عَلَیۡہِمۡ  طَیۡرًا  اَبَابِیۡلَ ۙ﴿۳﴾

তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –

تَرۡمِیۡہِمۡ  بِحِجَارَۃٍ  مِّنۡ سِجِّیۡلٍ ۪ۙ﴿۴﴾

যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।
تَرۡمِیۡہِمۡ  بِحِجَارَۃٍ  مِّنۡ سِجِّیۡلٍ ۪ۙ﴿۴﴾

যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।
فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ ٪﴿۵﴾

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।
 

,  উল্লেখ্য যে,যখন আবরাহা সৈন্যদল (মিনার কাছে) 'মুহাসসার' উপত্যকার নিকট পৌঁছল, তখন আল্লাহ তাআলা একটি পাখীর দলকে প্রেরণ করলেন যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাঁকর ছিল যা ছোলা অথবা মসুরীর দানা সমপরিমাণ ছিল। পাখীরা উপর থেকে সেই কাঁকর বর্ষণ করতে লাগল। যে সৈন্যকে এই কাঁকর লাগল সে গলে গেল, তার শরীর হতে গোশত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। 'সানআ' পৌঁছতে পৌঁছতে খোদ আবরাহারও একই পরিণাম হল। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘরের হিফাযত করলেন। (আইসিরুত তাফাসীর)

আজও হাজীদের জন্য অভিশপ্ত বাদশাহ আব্রাহার বাহিনীর নির্মূল হয়ে যাওয়ার জীবন্ত স্বাক্ষি এই এলাকাটি দ্রুত অতিক্রম করা সুন্নত ।

Post a Comment

0 Comments