ঐতিহ্যবাহি কওমী মাদরাসা বিতর্কিত বা ধ্বংসের জন্য কারা দায়ী?
---------------------------------
ঐতিহ্যবাহি কওমী মাদরাসা ধ্বংসের জন্য কওমী আলিমদের উদাসিনতা না মানসিক বিকারগ্রস্হতা দায়ি সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
প্রায় প্রতিদিনই ঘটে যাচ্ছে বিকৃত যৌনাচার,মর্মান্তিক হত্যার মত জঘন্য ঘটনা।প্রতিটি সন্তান সন্ততি মা বার নিকট রাজকন্যা, রাজপূত্র।নিজে অনাহার অর্ধাহারে থেকেও সন্তান সন্ততিকে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে মাদরাসায় দিয়ে আসে।
কিন্তু পরিতাপের বিষয় যে,শিক্ষক কতৃক বিকৃত যৌন লালসার শিকার হয় কোমলমতি ছাত্র ছাত্রীগণ।হতে হয় হত্যাকান্ডের শিকার।তবে হত্যাকান্ড সবার বেলায় হয় না।যেসব ছাত্র বা ছাত্রী থেকে তাদের লালসার কথা ফাঁস হয়ে যাবার আশঙ্কা থাকে কেবল তাদেরই হতে হয় গুম খুনের শিকার।
অবস্হাদৃষ্টে বোঝা যায় যে, বিকৃত যৌনতার হাজার হাজার ঘটনার মধ্যে মাঝে মধ্যে কিছু ঘটনা সামনে এসে যায় আর বাঁকিটা থেকে যায় অন্ধকার জগতের ঘন কালো অন্ধকারের গোপন চিপা গলিতে।
হাজারে একটি ঘটনা সামনে আসে হয়তো।এভাবেই হাজার বছর ধরে কওমীর যৌনপল্লিতে শিক্ষার্থীরা বেড়ে ওঠে।শিক্ষক কতৃক ধর্ষিত শিক্ষার্থীরাই আবার একদিন শিক্ষক হয় এবং তারাও ধরে রাখে বংশের ঐতিহ্য।
যেখানে বিকৃত যৌনাচার একটি শতসিদ্ধ স্বাভাবিক মানহাজ সেখান কে করবে কার বিচার?
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট
0 Comments