মা !
আমি তোমায় খুব ভালবাসি। সন্তান হয়ে তোমাতেই আমার শুরু আর সন্তান হয়েই আমার শেষটুকুনও যেন তোমার কাছেই হয় হাসিমুখে।
মা, অসুস্থতার কারনে তোমাকে গতকাল হাসাপাতালে ভর্তি করতে
হয়েছে। জানি তুমি কষ্ট পাচ্ছো। জানি নিজের কষ্টের মাঝেও তুমি আমাদের নিয়ে চিন্তিত, আব্বার জন্য চিন্তিত, তোমার অতি আদরের নাতি নাতনিদের নিয়ে চিন্তিত। আমাদের সকলের কল্যাণ কামনায় তুমি আজও নিবেদিত। কিন্তু মা! তোমার হক আদায় করা তো দূরের কথা, আমরা তো তোমার সামান্য খেদমতও ঠিকমতো করতে পারিনি। তবুও মা! আমি তোমাকেই ভালবাসি।
আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে প্রতিটি মুহুর্তে বলি- আমার মাকে তুমি সুস্থ রাখো হে আমার মালিক! শারীরীক ও মানসিক কষ্ট হতে দ্রুত মুক্তি দাও, পূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমার যা কিছু পুণ্য আছে তার সবটুকু দিয়ে হলেও আমার মাকে তুমি সুস্থ করো, সুস্থ রেখো।
আমি আর কিছুই চাই না, চাই শুধু আমার মায়ের হাসিমুখে আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মুহুর্তগুলো আমার মৃত্যু পর্যন্ত যেন আমার সাথে থাকে।
হে রাহমান, হে রাহীম ..
তুমি আমার মায়ের জন্য আমার এই প্রার্থনা মঞ্জুর করে আমার মাকে পূর্ণ সুস্থতার সাথে আনন্দ ও খুশীতে রাখো। আমার মজলুম পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহকে জালিমের কারাগার থেকে মুক্ত করে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। তাকে নেক হায়াত দাও।
আর কিছুই চাইনা মালিক। আর কিছুই চাই না আমার।
0 Comments