Recent Tube

ইশা, ফজর ও আসর সালাত এর ফযীলত কি?আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।





 

প্রশ্ন: 
ইশা, ফজর ও আসর সালাত এর ফযীলত কি?


 উত্তর:
 ইসলামে কালিমাতুশ শাহাদাহ পাঠ করার পর সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ ব্রেইনের অধিকারী মুসলিমের জন্য পাঁচ ওয়াক্ত সালাত যথা সময়ে যথা নিয়মে আদায় করা ফরজ। সব ওয়াক্তের সলাতই মর্যাদাপূর্ণ। তবে বিশেষভাবে আসর, ইশা ও ফরজ সালাতের মর্যাদা ও ফযিলত স্বতন্ত্র। নিম্নে এ মর্মে বর্ণিত কতিপয় হাদীস তুলে ধরা হল:

♦  ১)  হাদীসে এসেছে,

عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :«لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى المُنَافِقِينَ مِنْ صَلاَةِ الفَجْرِ وَالعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً

 আবূ হুরাইরা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, 

 “মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে বা পাছার ভরে অবশ্যই তাতে আসত।” (বুখারি ৬৫৭, ৬৪৪, ৬৫৭, ২৪২০, ৭২২৪, মুসলিম ৬৫১)

 ♦ ২) আরেকটি হাদীস: 
{ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻣُﻮﺳَﻰ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ : ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗَﺎﻝَ : « ﻣَﻦْ ﺻَﻠَّﻰ ﺍﻟﺒَﺮْﺩَﻳْﻦِ ﺩَﺧَﻞَ ﺍﻟﺠَﻨَّﺔَ » . ﻣﺘﻔﻖٌ ﻋَﻠَﻴْﻪِ}
আবূ মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দুই ঠাণ্ডা নামায (আসর ও ইশার নামায) পড়ে, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহীহুল বুখারী ৫৭৪, মুসলিম ৬৩৫)

 ♦ ৩) আবু যুহাইর ‘উমারাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, 
لن يلِجَ النارَ أحدٌ صلَّى قبلَ طُلُوعِ الشمسِ وقبلَ غروبِها
“যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (অর্থাৎ ফজরের ও আসরের নামায) আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।” (সহীহ মুসলিম ৬৩৪)

 ♦  ৪) জুন্দুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
مَن صَلَّى الصُّبحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ
“যে ব্যক্তি ফজরের নামায পড়ল, সে আল্লাহর জামানত লাভ করল।" (সহীহ মুসলিম, হা/ ৬৫৭)

♦ ৫) আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
يتعاقبونَ فيكم : ملائكةٌ بالليلِ وملائكةٌ بالنهارِ ، ويجتمعون في صلاةِ العصرِ وصلاةِ الفجرِ ، ثم يعرجُ الذين باتوا فيكم ، فيسألُهم ، وهو أعلمُ بكم ، فيقول : كيف تركتُم عبادي ؟ فيقولون : تركناهُمْ وهم يُصلُّونَ ، وأتيناهم وهم يُصلُّونَ
“তোমাদের নিকট দিবারাত্রি ফেরেশতাবর্গ পালাক্রমে যাতায়াত করতে থাকেন। আর ফজর ও আসরের নামাযে তাঁরা একত্রিত হন। অতঃপর যারা তোমাদের কাছে রাত কাটিয়েছেন, তাঁরা ঊর্ধ্বে (আকাশে) চলে যান। অতঃপর আল্লাহ তা‘আলা তাঁদেরকে জিজ্ঞাসা করেন—অথচ তিনি তাদের সম্পর্কে ভালভাবে পরিজ্ঞাত, ‘তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছ?’ তাঁরা বলেন, ‘আমরা যখন তাদেরকে ছেড়ে এসেছি, তখন তারা নামাযে প্রবৃত্ত ছিল। আর যখন আমরা তাদের নিকট গিয়েছিলাম, তখনও তারা নামাযে প্রবৃত্ত ছিল।” (বুখারী ও মুসলিম) 

 ♦ ৬) এশা ও ফজরের সালাত জামাতে আদায়ের ফযিলত:
عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، قَالَ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ الْمَسْجِدَ بَعْدَ صَلاَةِ الْمَغْرِبِ فَقَعَدَ وَحْدَهُ فَقَعَدْتُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنَ أَخِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏‏ مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ
আবদুর রহমান ইবনু আবূ 'আমরাহ্ (রহমাতুল্লাহ আলাইহি) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন মাগরিবের সলাতের পর উসমান ইবনু আফফান রাদ্বিয়াল্লাহু আনহু মসজিদে এসে একাকী এক জায়গায় বসলেন। তখন আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি আমাকে বললেন- ভাতিজা, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি জামা'আতের সাথে ইশার সলাত আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত সলাত আদায় করল। আর যে ব্যক্তি ফাজরের সলাত জামাআতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে সলাত আদায় করল। (সহীহ মুসলিম,হাদিস নং-১৩৭৭,হাদিস একডেমি)

  আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তাওফিক দান করুন। আমীন।
-------------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments