Recent Tube

মেয়েরা পিরিয়ড-মাসিক অবস্থায় মোবাইল,এ্যাপ বা লেপটপ থেকে কুরান তেলাওয়াত করা কী জায়েজ? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 
  
 ⚫,
 প্রশ্নঃ মেয়েরা পিরিয়ড-মাসিক অবস্থায় মোবাইল,এ্যাপ বা লেপটপ থেকে কুরান তেলাওয়াত করা কী জায়েজ? 
---------------------------- 
  
 উত্ত:
অধিকাংশ আলিমের মতে একান্ত প্রয়োজন ছাড়া ঋতু অবস্থায় কুরআন পাঠ করা জায়েয নেই। তবে বিশেষ প্রয়োজন হলে জায়েয রয়েছে। যেমনঃ
কুরআন ভুলে যাওয়ার আশংকা, কুরআনের পরীক্ষা, কুরআন শিক্ষা দান, যদি বিকল্প কোন ব্যবস্থা না থাকে ইত্যাদি।

▪️যদিও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ও শায়ক আব্দুল্লাহ বিন বায সহ একদল আলিমের মতে ঋতু অবস্থায় সাধারণভাবে কুরআন তিলাওয়াত করা জায়েয রয়েছে। কিন্তু মতবিরোধ থেকে দূরে থাকার জন্য একান্ত প্রয়োজন ছাড়া না পড়াই উত্তম।

 🔲 বং,
মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেটে কুরআন থাকলে তার উপর কুরআনের বিধান বর্তাবেনা। 
তাই ঋতু অবস্থায়ও সেগুলো স্পর্শ করা যাবে এবং একান্ত প্রয়োজন বোধে সেখান থেকেও পাঠ ও শিক্ষাদান করা যাবে। 

(আল্লাহু আলাম)
------------◄❖►------------
 উত্তর প্রদানে: 
 [গ্রন্থঃ ফাতাওয়া আরকানুল ইসলাম ও,
শায়েখ:আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ,জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments