Recent Tube

আমার সনেট-০৩ নুর মোহাম্মদ চৌধুরী (মুবিন)।



মা সনেট -
নুর মোহাম্মদ চৌধুরী (মুবিন)।
----------------- 
কবি বাহা;

বাহাউদ্দীন বাহার মিয়া গোত্রে ঘর-
ভবঘুরে কবি হয়ে ঘুরে বালুচর।
নাহি করে আয় রুজি, কিবা সংসার -
দিন যায় মাস যায় ভিন্ ধাঁচে তার।
চুল দাড়ি পেঁকে যায়, কুচকুচে গাল-
চিন্তায় জননী তার হয়েছে বে-হাল।
কবে আ'বে বধু ঘরে হাতে নেবে চাবি-
কবে আ'বে নাতি-পুতি, নয়ন জুড়াবি।

এ তো সব রীতি প্রথা- শ্বাশত: খোদার,
সাজাতে বাগান-বাড়ি, পৃথিবী বাহার।
তা নাহলে থাকে কোথা জীবনের লেশ্-
বাহার বাহারী ঢঙে করবে কি শেষ্।
সুতরাং এইবার শোন হে বাহার-
করিবেক্ সংসার ; নাহি পাবে ছাড়।।

Post a Comment

0 Comments