Recent Tube

অর্ধাঙ্গিনী ; আব্দুল্লাহ আরমান।




কবুল কবুল কবুল!

অতঃপর আমি পেলাম….

মেহেদী রাঙানো এক জোড়া কোমল হাত,
লাল ঘোমটার আড়ালে আনত আখি যুগল,
হৃদয় জুড়ানো টুকটুকে লাজুক চাহনী,
আর একটুখানি ছুঁয়ে দেওয়ার আসমানী অধিকার।

তুমি কি জানো?

উত্তাল যৌবনের প্রতিটি ক্ষণে
রিমঝিম বৃষ্টিমুখর সাঁঝে বসে আনমনে,
দূর্বাঘাসের ডগায় শিশির জমা প্রভাতে,
গোধূলির আলো-ছায়ার লুকোচুরি ক্ষণে,
আঁধারে পূর্ণ চন্দ্রিমার জোৎস্না বর্ষণ কালে,
কিংবা গভীর রজনীতে সিজদায় লুটিয়ে
আমি শুধু চেয়েছি তোমায় ছলছল আঁখি জলে!

তুমি এসেছো তাই…..

একাকীত্বের অমাবস্যা আমায় বিদায় জানিয়েছে চিরতরে,
ভালোবাসার জোৎস্না মাখি তাই  দু'জোড়া হাত ভরে।
বৃষ্টিমুখর ক্ষণগুলোও এখন অবলীলায় যায় কেটে,
সুখের অরণ্যে যেন হারিয়ে গিয়েছি জীবনের পথে হেঁটে।
বাঁধভাঙা যৌবনের ঢেউ খুঁজে পেয়েছে তার তীর,
তোমাকে না পাওয়ার কষ্টগুলো আর হৃদয়ে করে না ভীড়।
জীবনের তপ্ত সাহারা আজ সবুজে গিয়েছে ঢেকে,
সত্যি বলতে  কষ্টগুলোও এখন লাগে নিছক ফিকে।
#Abdullah_আরমান
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক গ্রন্থপ্রনেতা ও শিক্ষক। 

Post a Comment

0 Comments