Recent Tube

আমার সনেট-০২ নুর মুহাম্মদ চৌধুরী (মুবিন),





 



 আমার সনেট
       -০২,

নুর মুহাম্মদ চৌধুরী (মুবিন)
""""""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
তাল শহরের তাল পোকা:

আমি এক তাল পোকা, তালে দিয়ে ভর-
পরিজন নিয়ে গড়ি তালের শহর।
তাল চেকে করে রস নিজে করি পান,
দেই তারে যে-ই করে মোর গুনগান।
ভিন্ যদি বাসে কেউ, বলে দেই তারে,
চুপ থাকো সোনামনি, না ঘেসিও ধারে।
তালেতে রাখিল তাল রসে ভরে থাল-
তবু কেন আহম্মক করো হরতাল?

আহারে তালের মউ, যে করেছে পান,
নেশায় বিভোর থেকে কাটে দিনমান।
কভূ নাহি চাহে মন তারে করে দুর--
তবুও ছাড়িল কত বীর বাহাদুর।
জানি এ বাহারী তাল নয় বেশী কাল,
সহসা শখের তাল হইবে মাকাল।।

Post a Comment

0 Comments