Recent Tube

বিষের চাষ। ফয়সল আহমদ ফয়েজ। 
        বিষের চাষ ;
ফয়সল আহমদ ফয়েজ 
----------------- 

ইখতিলাফের বর্ম পরে 
ধর্মচোরের দল, 
জিইয়ে রাখে ফেতনা ফাসাদ 
দ্বন্দ্ব ও কোন্দল। 

কোন্দলে যার নাই সুরুচি 
হয় সে ঘরের বার
ঘর ভাঙ্গাতে দক্ষ হুজুর
ধর্ম অবতার।

বিভেদ সৃষ্টি করাই যেন 
মোল্লার মৌল কাজ
ঘরের বাইরে বিল্লি হুজুর 
ঘরেই যুদ্ধবাজ!

ধর্মনিরপেক্ষ নীতির 
পায়না খোঁজে দোষ 
ধার্মিকতার মধ্যেই যতো 
তিক্ত অসন্তোষ। 

স্বধর্মকে পচিয়ে দিতে 
অধর্মের নুন খায়
মজলুমেরা ফতোয়া গিলে
জালেম মদদ পায়।

মিরজাফরের নৌকা বাইচে
হুজুর টানে দাঁড় 
দ্বীনের কিশতি ডুবছে যখন
চেতনা নিঃসাড়। 

মসজিদে বিষ, মাদরাসাতে
হচ্ছে বিষের চাষ, 
ওয়াজ মাহফিলে বক্তারা দেয় 
ভাইয়ের পাছায় বাঁশ। 

ছায়ার সনে বাক্য-রণে
হায়রে কি হাঁক ডাক, 
খিস্তি খেউড়ের তেজাব খেয়ে 
শয়তানও নির্বাক! 

ফতোয়াবাজের কুঠারাঘাত, 
ছিন্ন ভিন্ন দ্বীন, 
তাই তো সবার ঘাড়ের উপর 
তাগুতি সংগিন। 

আস্তিনে সাপ পুষছো হুজুর 
সেদিন দূরে নয়, 
লাল-সবুজের এই পতাকা 
হবে চরকাময়।

চরকার প্যাঁচে প্যাঁচিয়ে গেলে
কেউ যাবে না বাদ
সময় থাকতে তওবা করো 
গড়ো ইত্তেহাদ।
----------------- 
লেখক ঃ ইসলামিক আর্টিকেল,কবিতা  ও প্রবন্ধ লেখক এবং অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments