Recent Tube

অজু করা অবস্থায় আজানের জবাব দেয়া এবং আজান চালু অবস্থায় ওজু করা। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।




 
 ◾️অজু করা অবস্থায় আজানের জবাব দেয়া এবং আজান চালু অবস্থায় ওজু করা।

 ◾️প্রশ্ন: 
ওজু করা অবস্থায় আজান শুনতে পেলে তার জবাব দিতে হবে কি? এবং ওজু করা শেষ কিন্তু আজানের জবাব দেওয়া শেষ হয়নি। এখন কী করব?
 ◾️উত্তর:
ওজু অবস্থায় আজানের জবাব দিতে কোনও বাধা নেই। এ ক্ষেত্রে ওজু অব্যাহত রাখবেন, পাশাপাশি মুখে আজানের জবাব দিবেন। আর ওজু শেষ হওয়ার পরও আজান চালু থাকলে আজান শেষ হওয়া পর্যন্ত আজানের জবাব দিবেন। অত:পর ওজু শেষের দুআগুলো পাঠ করবেন।
এমনকি ইচ্ছা করলে আজানের ফাঁকে ফাঁকে ওজু শেষের দুআগুলোও পড়তে পারেন।  
মোটকথা, আজান চালু থাকা অবস্থায়ও যদি ওজু শেষ হয়ে যায় তাহলে যেমন এ অবস্থায় ওজু শেষের দুআগুলো পাঠ করা যাবে তেমনি ভাবে যদি ওজু রত অবস্থায় আজান শেষ হয়ে যায় তাহলে এ অবস্থায় দরুদ ও আজান শেষের দুআগুলো পাঠ করা যাবে। বিষয়টিতে প্রশস্ততা রয়েছে। আল হামদুলিল্লাহ।
আল্লাহু আলাম।
------------------------ 
 উত্তর প্রদানে:
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

#abdullahilhai

Post a Comment

0 Comments