Recent Tube

কোন ব্যক্তি যদি খাটের ওপরে শুয়ে থাকে, তবে আমি কি নিচে বসে কুরআন পড়তে পারবো? এ বিষয়ে কুরআন-হাদিসে কোন বিধিনিষেধ আছে কি না? যদি থাকে রেফারেন্স সহ ব্যাখ্যা করবেন দয়া করে। ---- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



প্রশ্ন: 
কোন ব্যক্তি যদি খাটের ওপরে শুয়ে থাকে, তবে আমি কি নিচে বসে কুরআন পড়তে পারবো? এ বিষয়ে কুরআন-হাদিসে কোন বিধিনিষেধ আছে কি না? যদি থাকে রেফারেন্স সহ ব্যাখ্যা করবেন দয়া করে।

 উত্তর:
 কেউ খাটে শুয়ে আছে আর আপনি তার পাশে একটু দূরে ফ্লোরে বসে কুরআন পড়ছেন। এতে কোন সমস্যা নেই। কেননা আপনি আপনার স্থানে বসে কুরআন পড়ছেন আর অন্যজন তার স্থানে খাটে শুয়ে আছে। দু জনের মাঝে কোন যোগসূত্র নাই। তাছাড়া সে তো আর সরাসরি কুরআনের উপরে নাই যে, এতে কুরআনের প্রতি বেয়াদবি হওয়ার আশঙ্কা রয়েছে।
মোটকথা এ অবস্থায় কেউ অদূরে চেয়ারে বসে থাকলে বা খাটে শুয়ে থাকলে নিচে বসে কুরআন পড়ায় কোন আপত্তি নাই ইনশাআল্লাহ।
------------ ◾️◾️◾️------------ 
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল----
#abdullahilhadi

Post a Comment

0 Comments