Recent Tube

শুধুমাত্র পরিচিত ব্যক্তিকে সালাম দেয়া ক্বিয়ামতের লক্ষণ। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



 প্রশ্ন: 
এক মানুষ অন্য মানুষকে সাধারণত: বলে থাকে যে, অমুকের সাথে দেখা হলে আমার  সালাম দিয়েন। বা ফোনে ও বলে থাকে অমুক কে আমার সালাম দিয়েন। এভাবে কি সালাম দেয়া ঠিক? কেননা এভাবে তো আসসালামুয়ালাইকুম এভাবে পুরো টা বলা হয় না। শুধু সালাম বলা হয়?
----------------- 

ত্ত
এভাবে সালাম পাঠানো জায়েয। যেমন, হাদীসে বর্ণিত হয়েছে, 
فاقرأ عليها السلام من ربها ومني 
“হে নবী, আপনি খাদিজাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিন।” (সহীহুল বুখারী, মানকিবুল আনসার, খাদিজা র. এর সাথে রাসূল সা. এর বিবাহ ও তার মর্যাদা)
জিবরাঈলের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম   এর মাধ্যমে আয়েশা রা.কেও এভাবে সালাম দেয়ার কথা হাদীসে বর্ণিত হয়েছে। 
যেমন, নিম্নোক্ত হাদীসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বললেন,
يا عائشة هذا جبريل يقرأ عليك السلام
“হে আয়েশা, এই যে জিবারাঈল তোমাকে সালাম জানাচ্ছেন।” (সহীহ বুখারী ও মুসলিম)
তাই ইনশাআল্লাহ এভাবে একজনের পক্ষ থেকে আরেকজনের নিকট সালাম পাঠাতে কোন সমস্যা নেই। আল্লাহু আলাম।

প্রশ্ন :  
কেও যদি ফোনে বা কারো  মাধ্যমে  কাউকে সালাম পাঠায় তখন যাকে সালাম পাঠানো হয়েছে সে কিভাবে উত্তর দিবে? পুরুষ মহিলা কি একইভাবে উত্তর দিবে? নাকি এর মধ্যে কোনো ভিন্নতা আছে? 
----------------- 
উত্তর : কেউ কাউকে সালাম পাঠালে তার উত্তর দেয়ার পদ্ধতি হল- এভাবে বলা        
★ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম -অর্থ: আপনার প্রতি এবং তার (যে ব্যক্তি সালাম পাঠিয়েছে) প্রতি শান্তি বর্ষিত হোক।

  সালাম প্রেরক মহিলা হলে এভাবে বলা    ★ওয়ালাইকা ওয়া _আলাইহাস_ সালাম★
এভাবে পুরুষ, মহিলা, এক বচন, বহুবচন ইত্যাদির আলোকে সর্বনাম পরিবর্তন হবে।

  তবে কেউ যদি আরবী গ্রামারের এই ব্যবহার রীতি সম্পর্কে না জানে তাহলে সকল ক্ষেত্রে  ,   ★ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম★    
বললেও গুনাহ নেই। তখন তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম।
----------------- 

উত্তর দিয়েছেন 
শাইখ Abdullahil Hadi Bin Abdul Jalil
#abdullahilhadi

Post a Comment

0 Comments