Recent Tube

‘মৃত ব্যক্তির রূহ প্রতি বৃহস্পতিবার তার নিজ বাড়িতে আসে’ এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



 
মৃত ব্যক্তির রূহ প্রতি বৃহস্পতিবার তার নিজ বাড়িতে আসে’ এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। 

 প্রশ্ন: 
 লোকমুখে প্রচলিত আছে যে, ‘মৃত ব্যক্তির রূহ প্রতি বৃহস্পতিবার তার নিজ বাড়িতে আসে’ । বিষয়টির যথার্থতা কতটুকু?                                                               
 ত্ত:
 হাদীসের ভাষ্য অনুযায়ী মানুষ মৃত্যু বরণ করার পর তার রূহ ই্ল্লীন বা সিজ্জীনে লিপিবদ্ধ করা হয়। তারপর তা কবরে মৃত ব্যক্তির দেহে ফিরে আসে। সেখানে ফেরেশতা মণ্ডলীর প্রশ্নোত্তর শুরু হয়। অত:পর সে কবরের নেয়ামত বা আযাব ভোগ করতে থাকে। এভাবেই চলতে থাকে কিয়ামত পর্যন্ত। (মুসনাদে আহমদে বারা বিন আযিব রা. বর্ণিত হাদীস)

কিন্তু ‘কবর থেকে বের হয়ে তা প্রতি বৃহস্পতিবার বা প্রতি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে (কথিত শবে বরাতে) নিজ নিজ পরিবারে ঘুরতে যায় বা তার পরিবারের লোকদের সাথে দেখা করতে যায়’ এ মর্মে যে সব কথা বলা হয় সেগুলো সব ভিত্তিহীন ও বাতিল কথা।
আল্লাহু আলাম।
---------------------------- 
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi

Post a Comment

0 Comments