বি জ য়  
মোঃ রুকুনুজ্জামান চৌধুরী। 
বিজয় উল্লাস থেমে থেমে গেছে
অন্ধকার কারাপৃষ্টে,
স্বাধীকার আজ পরাধীনতায়
অপরাজনীতির হীনদৃষ্টে।।
কারো চুখে বিজয় 
কাটাতারে ঝুলে,
অসহায় ফেলানীর লাশ
কারো চুখে বিজয় উন্নয়নের নামে
রডের বদলে বাঁশ ।।
---------------------------- 
লেখক : হিসাবের কেউনা । 
 
 

 
   
 
 
0 Comments