Recent Tube

আল কুরআন।


                      সূরা মারিয়াম ;

সূরা নম্বরঃ -৯, 

 আয়াত নম্বরঃ ১১;
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ  مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا
  অতঃপর সে কক্ষ হইতে বাহির হইয়া তাহার সম্প্রদায়ের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদেরকে সকাল-সন্ধ্যায় আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে বলিল।

  আয়াত নম্বরঃ ১২;
يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ‌ ؕ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ۙ
'হে ইয়াহ্ইয়া! এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ কর।' আমি তাহাকে শৈশবেই দান করিয়াছিলাম জ্ঞান,

  আয়াত নম্বরঃ ১৩;
وَّحَنَانًـا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً  ‌ؕ وَّكَانَ تَقِيًّا  ۙ
  এবং আমার নিকট হইতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা; সে ছিল মুত্তাকী,

    আয়াত নম্বরঃ ১৪;
وَّبَرًّۢا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ  جَبَّارًا عَصِيًّا
 পিতা-মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য।

   আয়াত নম্বরঃ ১৫;
 وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ  يُبْعَثُ حَيًّا
  তাহার প্রতি শান্তি যেদিন সে জন্মলাভ করে, যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে।

 

 


Post a Comment

0 Comments