Recent Tube

বিজয়ের মাস* এ,কে,এম,রুকনুজ্জামান ।
 বিয়ে মা
এ,কে,এম,রুকনুজ্জামান  ।


প্রভাতের শিশির ভেজা শ্যামলতায়,,,
পূর্ব গগনে হেসে হেসে রঙ্গিন সূর্য,, 
উজ্জ্বল কিরণ ছেড়ে গভীর আগ্রহে,, 
যেন বলছে এই মাসেই বাঙ্গালীর বিজয়।

আমার এই নয়ন আনন্দে উচ্ছাসিত হয়ে,,
যেন নিজের অজান্তেই  হাসি মিশেছে এই ঠোঁটে। 
কিন্তু এই হৃদয় বেদনা সিক্ত হয়ে,
ভেবে যায়,কি ঘটে ছিল এ বাংলার নদীর ঘাটে।

এই দিবসের আলোতে দেখেছে রবি,, 
কতো তাজা প্রাণ,লাশ হয়েছে বনের ঝোপে,,
এই রাতের আধারে দেখেছে শশী, 
কতো মা হারিয়েছে শিশু,হানাদের পায়ের চাপে।
হায় কত প্রাণ হারিয়েছে,এই ধ্রুব তারা সাক্ষী
যাদের রাখা হয়েছে, বাংলার বুকে পুতে।
কতো মা বোন ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, 
বিলিয়ে দিয়েছে এই মহামূল্যবান জীবনকে,
কতো নেতৃত্ব, কতো সাহস,কতো প্রেরণা, 
কতো ত্যাগের বিনিময়ে ফিরে পেয়েছি বিজয় কে।
ওহে যুবক!!
দেখো এই যে ইতিহাসের পাতায় পাতায়,,
রয়েছে এই রক্তের করুণ স্মৃতি। 
ওহে দয়াময়, তোমার চির স্থায়ী নিয়ামত, 
দাও আমার শহীদ ভাইদের প্রতি।

Post a Comment

0 Comments