Recent Tube

আল কুরআন।



              
                                সূরা মারিয়াম ;

সূরা নম্বরঃ ১৯, 

  আয়াত নম্বরঃ ২১;
قَالَ كَذٰلِكِ‌   ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ‌   ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا‌   ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا
 সে বলিল, 'এইরূপই হইবে।' তোমার প্রতিপালক বলিয়াছেন, 'ইহা আমার জন্য সহজসাধ্য এবং আমি উহাকে এইজন্য সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ; ইহা তো এক স্থিরীকৃত ব্যাপার।'

 আয়াত নম্বরঃ ২২;
فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا
 তৎপর সে গর্ভে উহাকে ধারণ করিল; অতঃপর তৎসহ এক দূরবর্তী স্থানে চলিয়া গেল;

  আয়াত নম্বরঃ ২৩;
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ  قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا
 প্রসব-বেদনা তাহাকে এক খর্জুর-বৃক্ষতলে আশ্রয় লইতে বাধ্য করিল। সে বলিল, 'হায়, ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম!'

   আয়াত নম্বরঃ ২৪;
فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ  اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا
  ফেরেশতা তাহার নিম্নপার্শ্ব হইতে আহবান করিয়া তাহাকে বলিল, 'তুমি দুঃখ করিও না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করিয়াছেন;

    আয়াত নম্বরঃ ২৫;
وَهُزِّىْۤ  اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا
 'তুমি তোমার দিকে খর্জুর-বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, উহা তোমাকে সুপক্ব তাজা খর্জুর দান করিবে।

 

 


Post a Comment

0 Comments