Recent Tube

আল কুরআন।




 
                     সূরা মারিয়াম ;

সূরা নম্বরঃ ১৯;

আয়াত নম্বরঃ ০,
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে;
---- 
   আয়াত নম্বরঃ ১;
كٓهٰيٰـعٓـصٓ‌  ۚ
কাফ্-হা-ইয়া-আইন-সোয়াদ;

   আয়াত নম্বরঃ ২;
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا ‌  ۖ   ‌ۚ
ইহা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাঁহার বান্দা যাকারিয়্যার প্রতি,

   আয়াত নম্বরঃ ৩;
اِذْ نَادٰى رَبَّهٗ  نِدَآءً خَفِيًّا
 যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়াছিল নিভৃতে,

  আয়াত নম্বরঃ ৪;
قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا
 সে বলিয়াছিল, 'হে আমার রব! আমার অস্থি দুর্বল হইয়াছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হইয়াছে; হে আমার প্রতিপালক! তোমাকে আহবান করিয়া আমি কখনও ব্যর্থকাম হই নাই।

  আয়াত নম্বরঃ ৫;
وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا 
  'আমি আশংকা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে; আমার স্ত্রী বন্ধ্যা। সুতরাং তুমি তোমার নিকট হইতে আমাকে দান কর উত্তরাধিকারী,
 ۙ

 
 


 

Post a Comment

0 Comments