Recent Tube

আল কুরআন।



             
                            সূরা, ত্বো-য়াহা ;

সূরা নম্বরঃ ২০, 

    আয়াত নম্বরঃ ৮১;
كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا  رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِيْهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِىْ‌ۚ وَمَنْ  يَّحْلِلْ عَلَيْهِ غَضَبِىْ فَقَدْ هَوٰى
  তোমাদেরকে যাহা দান করিয়াছি তাহা হইতে ভাল ভাল বস্তু আহার কর এবং এই বিষয়ে সীমালংঘন করিও না, করিলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যাহার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হইয়া যায়।

   আয়াত নম্বরঃ ৮২;
وَاِنِّىْ لَـغَفَّارٌ لِّمَنْ  تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ثُمَّ اهْتَدٰى
এবং আমি অবশ্যই ক্ষমাশীল তাহার প্রতি, যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে।

   আয়াত নম্বরঃ ৮৩;
وَمَاۤ اَعْجَلَكَ  عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى
  হে মূসা! তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলিয়া তোমাকে ত্বরা করিতে বাধ্য করিল কিসে?

   আয়াত নম্বরঃ ৮৪;
قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى
  সে বলিল, 'এই তো উহারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক! আমি ত্বরায় তোমার নিকট আসিলাম, তুমি সন্তুষ্ট হইবে এইজন্য।'

    আয়াত নম্বরঃ ৮৫;
قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا  قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ
   তিনি বলিলেন, 'আমি তো তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলিয়াছি তোমার চলিয়া আসার পর এবং সামিরী উহাদেরকে পথভ্রষ্ট করিয়াছে।'

 
 
 

Post a Comment

0 Comments