সূরা ত্বহা ;
সূরা নম্বরঃ ২০,
আয়াত নম্বরঃ ০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে
আয়াত নম্বরঃ ১
طٰهٰ ۚ
তা-হা,
আয়াত নম্বরঃ ২;
مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ
তুমি ক্লেশ পাইবে এইজন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করি নাই,
আয়াত নম্বরঃ ৩;
اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى ۙ
বরং যে ভয় করে কেবল তাহার উপদেশার্থে,
আয়াত নম্বরঃ ৪;
تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلَى ؕ
যিনি পৃথিবী ও সমুচ্চ আকাশ-মণ্ডলী সৃষ্টি করিয়াছেন তাঁহার নিকট হইতে ইহা অবতীর্ণ।
আয়াত নম্বরঃ ৫;
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
দয়াময় আরশে সমুন্নত ।
0 Comments