Recent Tube

আল কুরআন।




            
                      'সূরা  ত্বয়াহা

   সূরা নম্বরঃ ২০, 

   আয়াত নম্বরঃ ৪১;
وَاصْطَنَعْتُكَ لِنَفْسِى‌ۚ
 এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি।

  আয়াত নম্বরঃ ৪২;
اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيٰتِىْ  وَلَا تَنِيَا فِىْ ذِكْرِى‌ۚ
  তুমি ও তোমার ভ্রাতা আমার নিদর্শনসহ যাত্রা কর এবং আমার স্মরণে শৈথিল্য করিও না,।

    আয়াত নম্বরঃ ৪৩;
اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى‌  
 তোমরা উভয়ে ফির'আওনের নিকট যাও, সে তো সীমা-লংঘন করিয়াছে।
  
    আয়াত নম্বরঃ ৪৪;
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
 ‌ۖۚ‌‌‌'তোমরা তাহার সঙ্গে নম্র  কথা বলিবে, হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে।'

    আয়াত নম্বরঃ ৪৫;
قَالَا رَبَّنَاۤ اِنَّـنَا نَخَافُ اَنْ  يَّفْرُطَ عَلَيْنَاۤ اَوْ اَنْ يَّطْغٰى
  তাহারা বলিল, 'হে আমাদের প্রতিপালক! আমরা তো আশংকা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণে সীমালংঘন করিবে।'

 

 

Post a Comment

0 Comments