Recent Tube

আল কুরআন।




                            সূরা ত্বোয়াহা ;

সূরা নম্বরঃ ২০, 
 
আয়াত নম্বরঃ ৬;
لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى
 যাহা আছে আকাশ-মণ্ডলীতে, পৃথিবীতে, এই দুইয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তাহা তাঁহারই।

    আয়াত নম্বরঃ ৭; 
وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ  فَاِنَّهٗ يَعْلَمُ السِّرَّ وَاَخْفٰى
 যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল, তবে তিনি তো যাহা গুপ্ত ও অব্যক্ত সকলই জানেন।

  আয়াত নম্বরঃ ৮;
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ   ‌ؕ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى
   আল্লাহ্, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, সুন্দর সুন্দর নাম তাঁহারই।

    আয়াত নম্বরঃ ৯
‌وَهَلْ اَتٰٮكَ حَدِيْثُ مُوْسٰى‌ۘ
 মূসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছিয়াছে কি?

    আয়াত নম্বরঃ ১০;
اِذْ رَاٰ نَارًا فَقَالَ  لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّىْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ  اَجِدُ عَلَى النَّارِ هُدًى
  সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবারবর্গকে বলিল, তোমরা এখানে থাক আমি আগুন দেখিয়াছি। সম্ভবত আমি তোমাদের জন্য উহা হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোন পথনির্দেশ পাইব।'

 

Post a Comment

0 Comments