একুশের চেতনায় বার বার একুশ মুক্তির আর ঐক্যবদ্ধতার মূলমন্ত্র নিয়ে ফিরে আসুক।
বাংলার জন্য যুদ্ধ করলাম
নাইরে আজ বাংলা মোর।।
বাংলা মাসের নাম নাইরে
পালন করি ডিসেম্বর।।
শহীদ দিবস পালন করি
একুশে ফেব্রুয়ারি।।
তবে কেন প্রাণ দিল ভাই
বাংলা বলে নাম ধরি।।
#সংগ্রহ।
বাংলাভাষার জন্য যারা প্রাণ দিলেন এমন সকল মুসলিম ব্যক্তিদেরকে আল্লাহতালা ক্ষমা করুন এবং শহীদ হিসেবে তাদেরকে কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করুন।
অন্যান্য ধর্মের যারা রাস্ট্রভাষা বাংলার জন্য প্রাণ দিলেন আল্লাহতালা তাদেরকে তাদের প্রাপ্যতা অনুযায়ী প্রতিদান দিন।
একুশের চেতনায়, সব্বাই বারংবার উদ্বুদ্ধ হই, সত্যিকারের গনতন্ত্রের সেই প্রেরণা ফিরে পাক ৯৮ হাজার বর্গমাইলের বাংলার নিপিড়ীত দিশেহারা মজলুম জনতা।
কেটে যাক অমানিশার ঘোর, মুক্তি পাক শোষিত সকল। জনপদ হোক কলংক ও কলুষিত মুক্ত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূলমন্ত্র হউক দেশ ও মানুষের কল্যাণে লি-ওয়াজহিল্লাহ কাজ করার দৃঢ়তা। আল্লাহ তাওফিক দিন এবং কবুল করুন।
0 Comments