প্রভাত ফেরী 
এ,কে,এম,রুকনুজ্জামান
শীতের শেষে অশ্রু চোখে এসেছে ফেব্রুয়ারী, 
হৃদয়ের তরে স্মৃতি ভাসে ৫২র প্রভাত ফেরী।
পূর্ব গগনে লাল রক্ত মেখে,
ভাসে স্মৃতি অশ্রু চোখে,
ছিটা রক্তে ভিজে ভিজে,
কৃষ্ণচূড়ার নতুন সাজে।
মগডালে বসে কোকিলের আহাজারি,
হৃদয়ের তরে স্মৃতি ভাসে ৫২র প্রভাত ফেরী। 
পিচঢালা এই পথের বুকে,
ত্যাগের রবি উঠলো ঝলকে।
প্রতি হিংসার আগুনে পুড়ে,
হানাদাররা বৃষ্টির মতো গুলি ছূড়ে।
সামলাতে পারেনি ১৪৪ ধারা জারি,
হৃদয়ের তরে স্মৃতি ভাসে ৫২র প্রভাত ফেরী। 
আজ বাংলা হলো রাষ্ট্র ভাষা,
পূর্ণ হলো সকলের আশা।
ভাষার জন্য নিজেদেরকে বিলিয়ে,
প্রমাণ করেছো তাজা প্রাণ দিয়ে।
জানাই সালাম সব ভাষা শহীদের প্রতি,
হৃদয়ের তরে স্মৃতি ভাসে ৫২র প্রভাত ফেরী।
 
 

 
   
 
 
0 Comments