Recent Tube

গল্পের গল্প.. কালাম আজাদ।



       
                                ল্পের গল্প;
....................

তাসলিমা খানম বিথি'র "সাতাশ কিলোমিটারের দাম্পত্য" গল্পগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলাম। একদঙ্গল আলোচকের আলোচনায় উদ্বুদ্ধ হয়ে ঠিক করলাম আজই একটা গল্প লিখবো। রাত এগারো বেজে পনেরো। আমার মাথায় নো কথা,নো গল্প!
গিন্নিকে বললাম, এরে হুনরায়নি,এখটা কিছা কওনা পিলিজ।
তিনি গেট্টাত করে বললেন, কিওর কিছা, আমি কিছাকুছা জানিনা।
বিনয়সিক্ত কন্টে বললাম, ওউযে পাচ্চাল্লিশ বছর আমার লগে রইলায়, এর মাঝে কতোতাউতো ঘটলো,ওতা কোনতার কথা কও না।
সুর উঁচা হলো: হায়রে পিরিত! কততা যে দিছো, ওতার বুলে গল্প! দুয়াই আল্লার, আর ছেতাইও না।
মাথা গরম হলো আমার, বললাম,বড় নিমখ হারাম তুমি, তিনটা বাচ্চা, পাছটা নাতি নাতনি,ইতা হক্কলতা তোমার এখলারনি? ইতা কোনোতার কোনো গল্প নাইনি?
পাশের রুমে থাকা নাতনি তামান্না বিবি বুঝে গেছে ঝগড়া! 
মুখোইড় দিয়ে বললো, লাগাইদিছোনি যুদ্ধ? ও নানাভাই-নানু, বুড়া অইগেছো, অনে ইতা দেনদরবার ছাড়ো,আল্লারবায় চাও, আল্লাবিল্লাহ করো।
দুজনেরই লজ্জা হলো। জবান বন্ধ হলো। গল্প লেখার সাধ মিটলো।
কিন্তু প্রশ্ন, এই বন্ধ জবান চালু হতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা লাগার কথা, রেওয়াজ। 
সমস্যা হচ্ছে, প্রেস্টিজ ইস্যু, কে আগে শুরু করবে। যে আগে বলবে সে ই তো পরাজিত।
এই সব ভাবলাম সারা রাত। 
গল্প লেখার খায়েশ গেলো মিটে। 
সকালে উঠেই চায়ের তৃষ্ণা!  বুয়া আসবে ন'টার পরে। তামান্নাকে বলা যায় কিন্তু মেয়েটা তার স্টাডিতে মগ্ন।
জোরে জোরে বললাম, নয়া নাত্তিনশা এখজন যে আইতা,হেন কুনো খবর উবর আছেনি, কে আমারে কইতোরেবা আল্লাহ! বউগুয়ে অনে খাইতো পারেরনি, বমিটমি বন্দ অইছেনি কিলা জানতাম....
আল্লাহ রাজী আর খুশি হলেন।
বিবিসাবের জবান খুললো, বললেন: রুনা এখন ভালাউ আছে। ডাক্তরে কইছে সব ঠিক আছে, রেস্টো থাখা লাগবো।
হুররে, আমি জিতেছি।
এখ পেলা ছা পাইমুনি?
ঃভোয়াইছি, এখজরা ছবর করা হিকো.....
এখন তারিয়ে তারিয়ে বড় মগে চা খাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি।
 
জ্বী,ইহাকেই ৪৫ বছরের সফল দাম্পত্য কহে।।
-------------- 
লেখকঃ কবি, সাহিত্যিক, গল্পকার, শিক্ষক ও গবেষক। 

Post a Comment

0 Comments