রক্তে ভেজা বসন্ত....
এ,কে,এম,রুকনুজ্জামান।
ভোরের রক্তিম সূর্য ও কুহেলির মায়ার বন্ধন,
পুষ্প মালার হাসি ও মৌমাছির গুঞ্জন।
কতো স্মৃতি ও সৌন্দর্য নিয়ে,
বসন্ত তুমি হয়ে যাও সকলের আপন।
আমের মুকুলের মধু মাখা এ ঘ্রাণ
কৃষাণের মুখে হাসি পাকা বুরো ধান।
গাছে গাছে সবুজ পল্লব নিয়ে,
বসন্ত তুমি পাখির কোলাহল ও সমধুর গান,
আবার তুমি ৫২র প্রতিহিংসার আগুন,
ও ২৫শে মার্চের গনহত্যা কতো কতো প্রাণ।
তুমি তো ২৬ শে মার্চে স্বাধীনতার সূচনা,
ও ৭ই মার্চে বঙ্গবন্ধুর জ্বালাময়ী গর্জন।
তোমার তরে হারিয়েছিল কতো যুবক তার যৌবন,
ইজ্জত ও সম্ভ্রম হারিয়েছিল কতো মা ও বোন।
তবে কেন এই বাংলায় হাহাকার,
চোখে অশ্রু নিয়ে করছে স্বাধীনতার সন্ধান।
আজ হিংসার আগুনে স্বাধীনতা করছে স্নান,
অহংকার ও দূর্নীতির জালে দরিদ্রের ক্রন্দন।
ধ্বংষের দিকে ধাবিত এই প্রকৃতি,
শিমুল ও কৃষ্ণচূড়া করেছে বসন্তকে স্মরণ।
0 Comments