Recent Tube

আল কুরআন।




                        সূরা, ম্বিয়া ;


সূরা নম্বরঃ ২১, 
 আয়াত নম্বরঃ ১০১;
اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ  لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ
  যাহাদের জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত রহিয়াছে, তাহাদেরকে উহা হইতে দূরে রাখা হইবে।

   আয়াত নম্বরঃ ১০২;
لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا‌  ۚ وَهُمْ فِىْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ‌  ۚ 
  তাহারা উহার ক্ষীণতম শব্দও শুনিবে না এবং সেখানে তাহারা তাহাদের মন যাহা চায় চিরকাল উহা ভোগ করিবে।

   আয়াত নম্বরঃ ১০৩;
لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ   ؕ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ
  মহাভীতি তাহাদেরকে বিষাদক্লিষ্ট করিবে না এবং ফেরেশতাগণ তাহাদেরকে অভ্যর্থনা করিবে এই বলিয়া, 'এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল।'

    আয়াত নম্বরঃ ১০৪;
يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌  ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌  ؕ وَعْدًا عَلَيْنَا‌  ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ
  সেই দিন আকাশ-মণ্ডলীকে গুটাইয়া ফেলিব, যেভাবে গুটান হয় লিখিত দফতর; যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব; প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি ইহা পালন করিবই।

   আয়াত নম্বরঃ ১০৫;
وَلَـقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِىَ الصّٰلِحُوْنَ
  আমি 'উপদেশের' পর কিতাবে লিখিয়া দিয়াছি যে, আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে।

 
 

 

Post a Comment

0 Comments