সূরা; আল -মু"মিনুন;
সূরা নম্বরঃ ২৩,
আয়াত নম্বরঃ ৩৬;
هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۙ
'অসম্ভব, তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব।
আয়াত নম্বরঃ ৩৭;
اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ
'একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি বাঁচি এইখানেই এবং আমরা উত্থিত হইব না।
আয়াত নম্বরঃ ৩৮;
اِنْ هُوَ اِلَّا رَجُلُ اۨفْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ
'সে তো এমন ব্যক্তি যে আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে এবং আমরা তাহাকে বিশ্বাস করিবার নই।'
আয়াত নম্বরঃ ৩৯;
قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ
সে বলিল, 'হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর; কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলে।'
আয়াত নম্বরঃ ৪০;
قَالَ عَمَّا قَلِيْلٍ لَّيُصْبِحُنَّ نٰدِمِيْنَۚ
আল্লাহ্ বলিলেন, 'অচিরে উহারা তো অনুতপ্ত হইবে।'
0 Comments