Recent Tube

আল কুরআন।




                   সূরা আল মু'মিনুন।

সূরা নম্বরঃ ২৩, 
আয়াত নম্বরঃ ৬৬;
قَدْ كَانَتْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَـكُنْتُمْ  عَلٰٓى اَعْقَابِكُمْ تَـنْكِصُوْنَۙ
 আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত, কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে-

  আয়াত নম্বরঃ ৬৭;
مُسْتَكْبِرِيْنَ  ‌ۖ  بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ
 দম্ভভরে, এই বিষয়ে অর্থহীন গল্প-গুজব করিতে করিতে।

   আয়াত নম্বরঃ ৬৮;
اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ
  তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না? অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যাহা উহাদের পূর্ব পুরুষদের নিকট আসে নাই ?

   আয়াত নম্বরঃ ৬৯;
اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ
  অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে ?

  আয়াত নম্বরঃ ৭০;
اَمْ يَـقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ  ؕ بَلْ جَآءَهُمْ بِالْحَـقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ
 অথবা উহারা কি বলে যে, সে উন্মাদনাগ্রস্ত, বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।






 

 


Post a Comment

0 Comments