Recent Tube

ফনো-যুদ্ধ; কালাম আজাদ।




                     ফনো-যুদ্ধ;

বিশ্বাস করুন বা না করুন, আমি যুদ্ধবাজ, উগ্র বা বদমেজাজী আদমি নই। তয় নিজের ভাইবোনের সঙ্গে চড়া সুরে কথা বলা আমার মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচনা করি! আমি বড়ো তো। অতএব বড়ত্ব জাহির করাটা আমার হক্কের মধ্যে পড়ে কিনা?
যাকগে, ফোন দিয়েছিলাম বোনকে...
ঃ এই, তুই কী পাইছিস,ফোনটোন করিস না,তোর এতো জাঁক কিসের?
ঃ তোমাকে আমি ফোন দেব ক্যান, কোন্ দুঃখে। 
ঃ এই, মেজায দেখাচ্ছিস ক্যান্? আমি বড়ো না, বুড়ো না, আমার খবর নিবি না?
ঃ কেনো নেবো? আমি ছোটো বোন। আল্লার আইনে,বান্দার আইনে তুমি আমার খবর নিবা, এটি তোমার দায়িত্ব। 
ঃ ওরে আমার ছোট্ট খেদনরে। ৬৭ বছর বয়সে কেউ ছোট্টটি থাকেনা।
ঃ ঠিকাছে, তোমার কথায় কক্ষণো আমার বুড়ো হওয়ার কোনো নামনিশানা থাকে?
ঃ ধুরো, বুঝিস না তো কিচ্ছু। আমি বুড়া- থেড়া হয়ে গেছি বুঝিস না?
ঃ বুঝবো না ক্যান্, দুই দিন পর পরই তো দেখি, মাইকের সামনে চেঁচাচ্ছ, বক্তিমা ঝাড়ছো?
ঃ কী করবো, মানুষ যদি ধরে নিয়ে যায়, কথা না বলে পারা যায়? এই তোর কী হয়েছে, লন্ডন ফেরতা হয়ে তুই কী বেয়াদব হয়ে গেলি?
ঃ না,না, লন্ডনের খোটা দিবা না। তোমার জন্যি দাঁতখিলাল আনছি কিনা? আর কি কি লাগবে জিজ্ঞেস করছি কিনা?
ঃ আনছিস, ঠিক আছে, বলতো,আজ এতো চেঁতে আছিস ক্যান্? তোর গলায় এতো অহংকার কিসের?
ঃ তা ই বলো, অহংকার থাকবে না কেনো, আজ আমার পাশে নিজের তিনটি নাতি আছে, তিনটি বউমা আছে, আরো বলবো? তোমার পাশে তোমার বুড়ি ছাড়া কেউ  আছে?
ঃ না, নাই। তয় জেনে রাখ্, আমার বোন আরো দুটো আছে। তুই ফোন না দিলে আমি আর তোকে ফোন দেবো না...
ধড়াম করে দিলাম ফোন কেটে। এখন ভাবছি, যে ঘটনাটা ঘটলো, এর কোনো বিচার পাওয়া যাবে!
অভিজ্ঞতা বড্ড তিক্ত। অতীতে গিন্নির অগ্নিবাণ খেয়ে ছেলে মেয়ের কাছে বিচার দিতাম। রায় হতো, এসব তোমাদের বিষয়। নিজেরা বুঝে নাও। আমরা পাকবাহিনীর মতো নিরপেক্ষ!? আসলে তিনটিই বদের হাড্ডি। আজীবন তাদের মায়ের পক্ষ!!
আজ যদি সুপ্রতিষ্ঠিত ভাগ্নাভাগ্নির কাছে মামলাটা দিই, নিশ্চিত রায় হবে: এটি তোমরা ভাইবোনের বিষয়, নিজেরা সামলাও, আমরা ষোলোআনা নিরপেক্ষ! 
অতএব ফেবুলোকে রিট আবেদন পেশ করছি। কোনো বান্দা আমার পক্ষে রায় দেবে, এমন আশা আদৌ করি না!!
(কানে কানে বলে রাখি,
আমার বোনেদের মতো হৃদয়বান বোন আর কারো আছে,তা আমি বিশ্বাস করিনা,করবোও না।)
------------------------- 
লেখক : কবি,সাহিত্যিক, প্রবন্ধ লেখক, শিক্ষক ও অনলাইন এক্টিভিস্ট।

Post a Comment

0 Comments