Recent Tube

খোলা তালাক গ্রহনকারী মহিলার ইদ্দত এবং বিবাহ। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল


খোলা তালাক গ্রহনকারী মহিলার ইদ্দত এবং বিবাহ
-----------------●◈●------------------
 প্রশ্ন: 
 স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক চাওয়ার প্রেক্ষিতে স্বামী যদি তালাক দেয় তাহলে ওই মহিলা কত দিন ইদ্দত পালন করবে? এসময় কি কেউ তাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে?
- সে মহিলা যদি পূনরায় বিয়ে করতে চায় এক্ষেত্রেও কি তার ওয়ালীর অনুমতি নেয়া জরুরি?

 উত্তর:
 যদি স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক নেয়া হয় তাহলে অধিক বিশুদ্ধ মতানুসারে তার ইদ্দত হল, এক হায়েয। একবার হায়েয শেষ হলে তার ইদ্দত শেষ হয়ে যাবে। ইদ্দত শেষ হওয়া পর সে মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে; এর আগে নয়।

▪ ১ম স্বামী যদি পূনরায় তাকে বিবাহ করতে চায় তাহলে মহিলার সম্মতিক্রমে নতুন আকদ এবং নতুন মোহর নির্ধারণের মাধ্যমে পূনরায় বিয়ে করতে পারবে। এ ক্ষেত্রে ইদ্দত পালন করা জরুরি নয়। এ ব্যাপারে ফকীহদের মাঝে কোন দ্বিমত নাই। (বিদায়াতুল মুজতাহিদ ৩/৯২) তবে যেহেতু নতুন বিবাহ তাই ওয়ালী বা অবিভাবকের অনুমতি নেয়া অপরিহার্য।
▪অনুরূপভাবে যদি সে অন্যত্র বিবাহ করতে চায় তবুও ওয়ালী বা অবিভাবকের অনুমতি নেয়া আবশ্যক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
لا نكاح إلا بولي)
অভিভাবক ব্যতীত বিবাহ হবে না। (তিরমিজী, আবু দাউদ, ইবনে মাজাহ)
(لا تزوج المرأة المرأة، ولا تزوج المرأة نفسها)
কোন মহিলা অপর মহিলাকে বিবাহ দিতে পারবে না। সে নিজেও নিজের বিবাহ দিতে পারবে না। (মিশকাত, ইবনে মাজাহ)
আল্লাহু আলাম।
-----------------●◈●-----------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments