Recent Tube

হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.) এর মাত্র দুই লাইনের উক্তি জিহাদের ময়দানে কাফিরদেরকে আতঙ্কে দিশেহারা করে দিত। ইবনে যুবাইর।

 



  হযরত খালিদ বি ওয়ালিদ (রা.) এর মাত্র দুই লাইনের উক্তি জিহাদের ময়দানে কাফিরদেরকে আতঙ্কে দিশেহারা করে দিত।

    তিনি জিহাদের ময়দানে দুর্দান্ত গতীতে অশ্ব তাড়িয়ে গিয়ে কাফিরদের সামনে গর্জন করে বলতেন যে,'আজ আমি তোমাদের সামনে এমন একটি জাতী (সৈন্যবাহিনী) নিয়ে উপস্হিত হয়েছি, তোমরা বেঁচে থাকার জন্য জীবনকে যতটা ভালবাসো,তারচেয়ে শতগুণ ভালবাসি দ্বীনের জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে। খালিদ বিন ওয়ালিদের এই কথা কাফিরদের বুকে আতঙ্কের তুফান তুলে দিত।

    মৃত্যু শয্যায় তিনি আফসোস করে বলেছিলেন, আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ ক্ষতচিহ্নহীন নেই যা বর্শা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি। এরপরেও আমি এখানে, বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়।” 

   আমাদের গর্জন মঞ্চে। আর শেষে রাতে বাতিলের সাথে দোস্তি। তারপরও এই দাবিতে আমরা অনড় যে,আমরা খলিদ বিন ওয়ালিদের উত্তরসূরী।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments