সাংবাদিক হাবিব স্মরণে ঃ-
বিবেক দাওনি দত্তক।
মু রুকুনুজ্জামান চৌধুরী
-------------------------
আপোষ হয়নি কিংবা করেনি
বিবেক দাওনি দত্তক
ছিলে সৎ সাহসী কলম সৈনিক
অনুসন্ধানী লেখক।।
বালিস কান্ডের সালিশ যারা
ধামাচাপায় ছিল লিপ্ত।
তাদের থেকে তুমি হাবিব ছিলে
কঠিন ঈমান দীপ্ত।।
কর্মে কর্তা উচ্চাসনে থেকে
খেয়ানত করছো হামেশা যারা।
অবিবেচক বোধহীন যত তোরা
ধিক তোদের আজ বেঁচেও যারা মরা।।
কিছুটা হলেও সত্য সন্ধানী লিখাতে
সত্যের সাক্ষ্য রেখে গেলেন এই ধরাতে
ক্ষমা কর মাবুদ লেখক বান্দা হাবিবকে
দাখিল করো তোমার সেরা জান্নাতে।।
আমিন।।
-------------------------
লেখকঃ হিসাবের কেউ না?
(ছবি সংগ্রহ ও তথ্য Iqbal Mahmud ভাইয়ের ওয়াল থেকে)
0 Comments