Recent Tube

রোগীর জন্য বালিশে বা টেবিলের উপর সেজদা করা ঠিক নয়ঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল





রোগীর জন্য বালিশে বা টেবিলের উপর সেজদা করা ঠিক নয়।

প্রশ্ন: 
আমার মায়ের মাজা ব্যাথার কারণে ডাক্তার তাক উঠাবসা করতে নিষেধ করেছেন। এখন তিনি কিভাবে সালাত আদায় করবেন? এক্ষেত্রে কি তার জন্য সেজদা দেয়া দেওয়ার জন্য টেবিল অথবা বালিশ ব্যবহার করা ঠিক হবে?

 উত্তর:
 রোগীর যদি উঠাবসা করতে সমস্যা হয় তাহলে বসে সালাত আদায় করতে হবে। বসেও কষ্ট হলে শুয়ে সালাত আদায় করতে হবে এবং ইশারায় রুকু-সেজদায় করতে হবে। বসে সালাত আদায় করার সময় টেবিল, বালিশ বা অন্য কিছুর উপর সেজদা করা ঠিক নয়। কেননা এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে,

 জাবির রা. হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম এক রোগীকে দেখা-শোনা করতে গেলে দেখলেন, সে ব্যক্তি বালিশের উপর সেজদা করছে। তখন তিনি সেটা নিয়ে ফেলে দিলেন। তারপর সে ব্যক্তি একখণ্ড কাঠ নিয়ে তার উপর সেজদা করলে তিনি সেটা নিয়েও ফেলে দিলেন এবং বললেন,
 صلِّ على الأرضِ إن استطعت ، وإلا فأوم إيماءً ، واجعل سجودَك أخفضَ من 
ركوعِك
“যদি পারো মাটিতে সালাত আদায় করবে অন্যথায় ইশার করবে। আর সেজদাকে রুকু থেকে বেশি নিচু করবে।” [সিলসিলা সহীহাহ/ হা/৩২৩]

  আব্দুল্লাহ ইবনে উমর রা. এর বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বালিশের উপর সেজদা করতে নিষেধ করেছেন।

 এ মর্মে আরও একাধিক হাদীস বর্ণিত হয়েছে।

 সুতরাং অসুস্থ ব্যক্তি সেজদা করার সময় টেবিল, কাঠ বা বালিশ ব্যবহার করবে না রবং ইশারায় রুকু-সেজদা করবে। আল্লাহু আলাম।

 উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল 
(লিসান্স, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments