Recent Tube

প্রিয় বাবাকে দাইয়ুস বানিয়ে ফেলছেন নাতো?




আপনি মেয়ে, সোশ্যাল মিডিয়ায় বিচরণ আপনার অপরাধ নয়। 
পর্দা করে প্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া আপনার অপরাধ নয়, কিন্তু অধুনিকতার ফাঁদে পরে নিজের প্রিয় বাবা/ স্বামী/ ভাইকে দাইয়ুস বানিয়ে ফেলছেন নাতো!

 আপনিকি জানেন?
‘দাইয়ুস’ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আর দাইয়ুস হলেন তিনি, যিনি পরিবারের লোকদের অশ্লীলতা_
(পর্দা না করা, অবৈধ সম্পর্কে জাড়ানো ইত্যাদি)থেকে রক্ষা করার ব্যাপারে উদাসীন।

আল্লাহ তা'আলা বলেছেন_
_ "যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না।"
 (সূরা নুর-২৪:১৯)

আরেকটু সময় থাকলে হাদিসগুলো পড়ে নিবেন-
_"দাইয়ুস" এমন ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়।"
(মুসনাদে আহমাদ, নাসাঈ)

_"দাইয়ূস কখনোই জান্নাতে প্রবেশ করবে না।"
 (নাসাঈঃ ২৫৬২, আহমাদ, মিশকাতঃ ৩৬৫৫, সহীহুল জামেঃ ৩০৫২)
রাসূলুল্লাহ্ (সা:) বলেছেন,
_ "তিন ব্যক্তির প্রতি মহান মহিয়ান আল্লাহ তা’আলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না (রহমতের দৃষ্টিতে দেখবেন না), পিতা মাতার অবাধ্য (সন্তান), 
পুরুষের বেশধারী নারী এবং দায়ূস (স্ত্রীকে বেপর্দা ও পরপুরুষের সঙ্গে মিশতে দেয়া স্বামী যে স্ত্রী কন্যার পাপাচারে যে ঘৃণাবোধ করেনা।) আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেনা – পিতা মাতার অবাধ্য (সন্তান), মাদকাসক্ত ব্যক্তি (যে মদ্যপ তাওবা ছাড়া মৃত্যুবরণ করে) 
এবং দানকৃত বস্তুর খোঁটা দানকারী ব্যক্তি
 (যে দান করার পর সে দানের কথা উল্লেখ করে গঞ্জনা দেয়।)"
 (সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৫৬২)

Post a Comment

0 Comments