Recent Tube

কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ" আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



 প্রশ্ন:
 "কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ"এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত??

 উত্তর:
 কালোজিরা সম্পর্কে হাদিসটি সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে। সুতরাং তা সন্দেহাতীতভাবে সহিহ।

 হাদিসটি নিম্নরূপ:
عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهْوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ مِنَ السَّامِ ‏"‏‏.‏ قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ
 খালিদ ইবনে সাদ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (যুদ্ধের উদ্দেশ্যে) বের হলাম। আমাদের সংগে ছিলেন গালিব ইবনে আবযার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমরা মদিনায় আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশোনা করতে আসেন ইবনে আবু আতিক।

 তিনি আমাদের বললেন, তোমরা এই কালোজিরা দ্বারা চিকিৎসা করো। পাঁচ-সাতটি কালোজিরার দানা পিষে তাতে যয়তুনের কয়েক ফোটা তৈল ঢেলে দিবে। তারপর তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র পথে ফোটা ফোটা করে ঢ়ুকিয়ে দেবে। কেননা আয়েশা রা. আমাদের নিকট বর্নণা করেছেন যে,
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, “এই কালোজিরা 'সাম' ব্যতিত সকল রোগের ঔষধ।”
 আমি বললাম, সাম কী?
তিনি বললেন, “সাম অর্থ মৃত্যু।”[সহীহ বুখারি (ইফা.), অধ্যায়: ৬৩/ চিকিৎসা, হাদিস নম্বর: ৫২৮৫]
------------------------- 
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
লিসান্স, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সউদি আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments