Recent Tube

আল কুরআন।


              সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।

 আয়াত নম্বরঃ ১;
طٰسٓمّٓ
তা-সীন-মীম।

 আয়াত নম্বরঃ ২;
تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ
এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।

 আয়াত নম্বরঃ ৩;
لَعَلَّكَ بَاخِعٌ  نَّـفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ
  উহারা মু'মিন হইতেছে না বলিয়া তুমি হয়ত মনো কষ্টে আত্নবিনাশী হইয়া পড়িবে।

 আয়াত নম্বরঃ ৪;
اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ  مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ
 আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম, ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি।

 আয়াত নম্বরঃ ৫;
وَمَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ  مُعْرِضِيْنَ 
 যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোন নূতন উপদেশ আসে, তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয়।

 
 

 


 

Post a Comment

0 Comments