Recent Tube

আল কুরআন।


    
              সূরা আল ফুরকান। 

সূরা নম্বরঃ ২৫, 
আয়াত নম্বরঃ ৭১;
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا  فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا
যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহ্‌র অভিমুখী হয়।

  আয়াত নম্বরঃ ৭২;
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا
 এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়া কলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে।

  আয়াত নম্বরঃ ৭৩;
وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ  يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا
 এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ এবং বধির সদৃশ আচরণ করে না,

  আয়াত নম্বরঃ ৭৪;
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا  مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
 এবং যাহারা প্রার্থনা করে, 'আমাদের প্রতিপালক ! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য অনুসরণ যোগ্য।

  আয়াত নম্বরঃ ৭৫;
اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا  ۙ
 তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল, তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে।

 আয়াত নম্বরঃ ৭৬;
خٰلِدِيْنَ فِيْهَا‌  ؕ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
 সেখানে তাহারা স্থায়ী হইবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট।

   আয়াত নম্বরঃ ৭৭;
قُلْ مَا يَعْبَـؤُا بِكُمْ  رَبِّىْ لَوْلَا دُعَآؤُكُمْ‌ۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا
 বল, 'তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাঁহার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি।

 

 


 

 


 


Post a Comment

0 Comments