Recent Tube

আল কুরআন।

                   সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ৬৬;
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ
তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে।

   আয়াত নম্বরঃ ৬৭;
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ
 ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু'মিন নহে।

  আয়াত নম্বরঃ ৬৮;
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

 আয়াত নম্বরঃ ৬৯;
وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ‌ۘ
উহাদের নিকট ইব্রাহীমের বৃত্তান্ত বর্ণনা কর।

 আয়াত নম্বরঃ ৭০;
اِذْ قَالَ لِاَبِيْهِ  وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ
সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, 'তোমরা কিসের 'ইবাদত কর?'

 
 
 


Post a Comment

0 Comments