Recent Tube

আল কুরআন।


                    সুরা, আস-শোআরা।

 সূরা নম্বরঃ ২৬, 
 আয়াত নম্বরঃ ৬১;
فَلَمَّا تَرَآءَ  الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ
অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল, তখন মূসার সঙ্গীরা বলিল, 'আমরা তো ধরা পড়িয়া গেলাম।'

 আয়াত নম্বরঃ ৬২;
قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ
মূসা বলিল, 'কখনই নহে ! আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক ; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করিবেন।'

 আয়াত নম্বরঃ ৬৩;
فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ  فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ
 অতঃপর মূসার প্রতি ওহী করিলাম, 'তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর।' ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হইয়া গেল ;

 আয়াত নম্বরঃ ৬৪;
وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ‌ۚ
আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে,

 আয়াত নম্বরঃ ৬৫;
وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَ‌ۚ
এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তাহার সঙ্গী সকলকে,

 
 

Post a Comment

0 Comments