সূরা নম্বরঃ ২৬,
আয়াত নম্বরঃ ১৪১;
كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ ۖۚ
সামূদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।
আয়াত নম্বরঃ ১৪২
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَۚ
যখন উহাদের ভ্রাতা সালিহ্ উহাদেরকে বলিল, 'তোমরা কি সাবধান হইবে না ?
আয়াত নম্বরঃ ১৪৩;
اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ
'আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
আয়াত নম্বরঃ ১৪৪;
فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِۚ
'অতএব তোমরা আল্লাহ্কে ভয় কর এবং আমার আনুগত্য কর,
'আয়াত নম্বরঃ ১৪৫;
وَمَاۤ اَسْــَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَؕ
আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
0 Comments