Recent Tube

আল কুরআন।



                 সুরা, আস-শোআরা।


সূরা নম্বরঃ ২৬, 

আয়াত নম্বরঃ ১৮১;
اَوْفُوا الْـكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ
'তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে; যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না।

 আয়াত নম্বরঃ ১৮২;
وَزِنُوْا بِالْقِسْطَاسِ  الْمُسْتَقِيْمِ‌ۚ
'এবং ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লা।

  আয়াত নম্বরঃ ১৮৩;
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‌ۚ
 'লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না।
 
 আয়াত নম্বরঃ ১৮৪
وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَؕ
'এবং ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন।'

  আয়াত নম্বরঃ ১৮৫;
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَۙ
 উহারা বলিল, 'তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত ;

 



 


 

Post a Comment

0 Comments