Recent Tube

একজন ঋতুবতী নারী যেভাবে তার রমাজানের দিনগুলো অতিবাহিত করবেনঃ আব্দুল্লাহ আরমান।



একজন ঋতুবতী নারী যেভাবে তার রমাজানের দিনগুলো অতিবাহিত করবেনঃ

সরাসরি কোরআন স্পর্শ বৈধ নয়। তবে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে দেখে দেখে  ঋতুবতী নারীরা  কোরআন তেলাওয়াত করতে পারবেন। বর্তমানের অনেক বিদ্বানগণের এই অভিমত ব্যক্ত করেছেন।

★ যত ইচ্ছা মুখস্থ কুরআন তিলাওয়াত করবে। জুনুবি (গোসল ফরজ হওয়া) অবস্থা ব্যতীত সর্বাবস্থায় মুখস্থ তিলাওয়াত বৈধ।

★ মোবাইল বা অন্য কোনো ডিভাইসে কুরআন তেলাওয়াত শুনবে। মনোযোগ সহকারে শ্রবণকারী পাঠকারীর সমতূল্য সওয়াব পাবে, ইন শাআ আল্লাহ।

★ সাধ্যমতো যিকির করবে। বিশেষকরে সকাল-সন্ধ্যার যিকিরগুলো পাঠের ক্ষেত্রে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

★ এছাড়াও কোরআন ও হাদীসে বর্ণিত মাসনূন দোআসমূহ যখন ইচ্ছা পাঠ করার সুযোগ রয়েছে ।

★ নির্ভরযোগ্য ইসলামি বই ও আলেমদের বক্তব্য জ্ঞানর্জনের নিয়তে পড়লে বা শুনলে তা ইবাদত হিসেবে গণ্য হবে ইন শাআ আল্লাহ। উল্লেখ্য যে, (কোরআন ব্যতীত) যে কোন ইসলামি বইয়ে আয়াত বা হাদীস উল্লেখ থাকলেও তা স্পর্শ করা সর্বাবস্থায় বৈধ।

★ পরিবারের অন্য সদস্যদের ইফতার ও খাবার প্রস্তুতিতে আর্থিক কিংবা শারীরিক সহযোগিতা করে তাদের সিয়ামের সওয়াবে পরিপূর্ণ অংশীদার হতে পারে।

#Abdullah_Arman
28/03/2023

Post a Comment

0 Comments