Recent Tube

জন্মদিনের আজন্ম ভাবনাঃ নুর মুহাম্মদ চৌধুরী (মুবিন)।জন্মদিনের আজন্ম ভাবনাঃ
*******************
নুর মুহাম্মদ চৌধুরী (মুবিন) 
""""""'"'""""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আজকে জুনের দিন এগারো -
হলো আমার বছর পুরো-
একটি বছর পার করে আজ
নতুন সনে পাঁ রাখি।
জানিনাতো এই ভবে আর
কয়টি আছে দিন বাকি।

উল্লসিত মা-বাবা মোর
উল্লসিত আপনজন, 
শত্রু আমার ঘড়ির কাঁটা-
বলছে ডেকে সময় গোন্।

সত্যিইতো সময় আমার 
হিসেব থেকে যায় সরে।
তবু্ও মোরা জন্মদিনের 
উৎসব করি তোড়জোড়ে।।

Post a Comment

0 Comments