Recent Tube

আল্লামা সাঈদী (র:) এর ইন্তেকাল ও ভূমিকম্প প্রসঙ্গে............*

আমরা বলছিনা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির (রহঃ) মৃত্যুতে ভুমিকম্প? তবে কুরআন সুন্নাহর আলোকে বিদ্বানদের নিচের জ্ঞানগর্ভ লিখনি পর্যালোচনার সময় কি এখনো হয়নি?

 আল্লামা সাঈদী (র:) এর ইন্তেকাল ও   ভূমিকম্প  প্রসঙ্গে....।

'فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ'
 
 'অসৎ লোকের মৃত্যুতে আকাশ ও পৃথিবী ক্রন্দন করেনি' (সুরা দুখান : আয়াত ২৯)

 হযরত আলী ও ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত, ইমাম ইবনে কাসীর তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন, কাফেরের মৃত্যুতে আসমান জমীন কাদে না বটে তবে মুমীনের মৃত্যুতে আসমান ও জমীন কেদে উঠে।

 সহীহ মুসলিম শরীফে একটি হাদীসে হযরত সা'দ বিন মুয়াজ (রা:) এর ইন্তেকালে 'ইহতাজ্জা লাহু আরশুর রাহমান' অর্থাৎ সা'দ (রা:) এর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল বলে রাসুল (সা:) থেকে বর্ণিত। 

 বলছিলাম কুরআনের পাখি বলে খ্যাত, এদেশে ময়দানী তাফসীর মাহফিলের জনক, প্রায় দেড় হাজার অমুসলিম যার হাতে ইসলাম গ্রহণ করেছেন, ৫৭ টি দেশে কোটি কোটি মানুষের সম্মুখে যিনি কুরআনের তাফসীর পেশ করেছেন, একাধিকবার সৌদি রাষ্ট্রীয় অতিথি হিসাবে কা'বা শরীফের ভেতরে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেছেন, জাতীয় সংসদ সদস্য হিসেবে স্পিকার হুমায়ুন রশীদ সাহেবের সময়ে প্রচলিত প্রথা মোতাবেক মাথানত করে প্রণাম জানানোর শিরকি প্রথা রহিত করেছেন সেই নন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তথাকথিত যুদ্ধাপরাধ মামলার সাজানো রায়ে আজীবন দন্ড নিয়ে পিজির কারা প্রকোষ্ঠে শাহাদত বরণ করেছেন ১৪ই আগষ্ট রাত ৮ টা ৪০ মিনিটে। 
আগের রাতে ভুবনভূলানো হাসির মাধ্যমে সমবেত স্বজন, চিকিৎসক, কারারক্ষীদের সজোরে সালাম জানিয়ে যিনি চিকিৎসার্থে প্রবেশ করেছিলেন সেই তিনি স্ত্রী-পুত্র আত্নীয় স্বজন বিহীন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করেন মাত্র চব্বিশ ঘন্টা যেতে না যেতে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 চলে গেলেন আল্লামা সাঈদী রাব্বে কারীম আরশে আজীমের মালিকের দরবারে, লক্ষ কোটি মুমিন-মুমিনার হৃদয় কাদিয়ে রাত ৮টা ৪০ মিনিটে অথচ ঠিক ৯ মিনিট পরে ৮ টা ৪৯ মিনিটে সিলেটসহ বাংলাদেশের একটি বিরাট অঞ্চল তীব্র ভূমিকম্পে কেপে উঠলো। তাহলে কি এটা হাদীসে বর্ণিত জমীনের ক্রন্দনেরই লক্ষ্মণ? আল্লাহই ভালো জানেন। 

 মহান মা'বুদ আল্লামার কুরআনের খেদমতকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম নসীব করুন। আত্নীয় স্বজন সহ শোকাহত বিশ্ব মুসলিমকে সাবরে জামিল দান করুন। দ্বীন কায়েমের মহান ব্রতে উজ্জীবিত লক্ষ লক্ষ তরুণ যুবক তথা সর্বস্তরের জনগণের প্রেরণার বাতিঘর হিসেবে বেচে থাকুন শতাব্দীর পর শতাব্দী। আমীন।

- আব্দুস সালাম আল মাদানী

 

Post a Comment

0 Comments