Recent Tube

আল কুরআন


            সূরা, আল আহযাবঃ ৩৩
,

আয়াত নম্বরঃ ৬১
مَّلْـعُوْنِيْنَ  ‌ۛۚ اَيْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا
 অভিশপ্ত হইয়া; উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয় ভাবে হত্যা করা হইবে।
 
 আয়াত নম্বরঃ ৬২
سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلً 
পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহ্‌র রীতি। তুমি কখনও আল্লাহর রীতিতে কোন পরিবর্তন পাইবে না।

  আয়াত নম্বরঃ ৬৩;
يَسْـــَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِؕ وَمَا  يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِيْبًا
 লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, 'ইহার জ্ঞান কেবল আল্লাহ্‌রই আছে।' তুমি ইহা কী করিয়া জানিবে? সম্ভবত কিয়ামত শীঘ্রই হইয়া যাইতে পারে।

  আয়াত নম্বরঃ ৬৪;
اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِيْنَ  وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًا ۙ
 আল্লাহ্ কাফিরদেরকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জলন্ত অগ্নি।

 আয়াত নম্বরঃ ৬৫;
خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا  ۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا  
সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোন অভিভাবক ও সাহায্যকারী পাইবে না।



 


 


Post a Comment

0 Comments