Recent Tube

আল কুরআন


                        সুরা,সাবা-৩৪;


  আয়াত নম্বরঃ ২৬;
قُلْ يَجْمَعُ بَيْنَـنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَـنَا بِالْحَـقِّ  ؕ وَهُوَ الْـفَتَّاحُ الْعَلِيْمُ 
বল, 'আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিক ভাবে ফয়সালা করিয়া দিবেন, তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞ।'

আয়াত নম্বরঃ ২৭;
قُلْ اَرُوْنِىَ الَّذِيْنَ اَ لْحَـقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا  ؕ بَلْ هُوَ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ
বল, 'তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরীক রূপে তাঁহার সঙ্গে জুড়িয়া দিয়াছ তাহাদেরকে। না, কখনও না বরং তিনি আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।'

 আয়াত নম্বরঃ ২৮;
وَمَاۤ  اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً  لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না।

আয়াত নম্বরঃ ২৯
وَيَقُوْلُوْنَ  مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
তাহারা জিজ্ঞাসা করে, 'তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে?'

 আয়াত নম্বরঃ ৩০;
قُلْ لَّـكُمْ مِّيْعَادُ يَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ
বল, 'তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস, যাহা তোমরা মুহূর্ত কাল বিলম্বিত করিতে পারিবে না, আর ত্বরান্বিত ও করিতে পারিবে না।'

 


 





Post a Comment

0 Comments