Recent Tube

বিশ্ব জয়ে -হিজাব কোন বাঁধা নয়- সম্পাদনা : মোহাম্মদ ওসমান গনী।


বিশ্ব জয়ে -হিজাব কোন বাঁধা নয়-

 আমেরিকার বুকে ১ টুকরা বাংলাদেশ।
এই হিজাব কন্যা -আল্লাহর ঐশ্বরিক দান--
যিনি নিজেকে ইসলামের জন্য নিবেদিত প্রান হিসাবে ঘোষনা করেছেন --আল্লাহ তাকে কবুল করে নিন।

বিশ্ব জয়ে -হিজাব কোন বাঁধা নয়-
পরিষ্কার বুঝিয়ে দিল-বিশ্ব জয়ী হিজাব কন্যা। 
জন্ম তার ঢাকায় ১৩/১০/২০১১ 
মা বাবার সাথে ২০১৫ তে আমেরিকায় প্রবেশ করেন।
২০১৮ তেই তার বিকশিত মেধার কারনে পরিচিত হতে থাকেন --কলোম্বিয়া,হার্ভাড বিশ্ববিদ্যালয়,মুসলিম কমিউনিটি -- জাতিসঙ্গের মানবাধিকার অনুষ্টানে তিনি ভাষন দিতেন -বাবার কোলে চড়ে।
১২ বছর বয়সেই তিনি মানবাধিকার ইস্যুতে কাজ করছেন--তিনি একাধারে লিখক, পরিবেশবাদী,সংগঠক,মানবাধিকার কর্মী--টিভি উপস্থাপক--
তার লিখা Bear  with Bear, Sister Renion নামে দুটি বই বিশ্বে সমাদৃত ---
রমজানে পুরো মাস ব্যাপি
আমেরিকার ১ টি বিখ্যাত টিভি চ্যানেলে তিনি
Ramadam With Fatiha নামক অনুষ্টানের উপস্থাপিকা। 
এবার তিনি পুরষ্কৃত হলেন  Human Rigth Hero পদকে।
 বিশ্বের বড় বড় নেতারা তার সাথে সেলফি তুল ধন্য হন।
আমেরিকার বড় বড় সেলব্রেটি নভোচারী তার প্রশংসা করেছেন--বর্তমানে তিনি কোরআন হিফজ করছেন।
ফাতিহা আয়াত
এই হিজাব কন্যা -আল্লাহর ঐশ্বরিক দান--যিনি
নিজেকে ইসলামের জন্য নিবেদিত প্রান হিসাবে ঘোষনা করেছেন --আল্লাহ তাকে কবুল করে নিন।

বাংলাদেশ হলে
মেয়েটিকে হিজাব পড়ে স্কুলেই ঢুকতে দেয়া হত না
তার মেধা বিকাশের কোন সুযোগই হত না।
দেশের  সকল হিজাব বিরোধীরা --দেখো -
বিশ্ব জয়ে হিজাব কোন বাঁধাই না-
তোমাদের দৃষ্টি বদলাও --তাহলেই বদলাবে -বাংলাদেশ

Post a Comment

0 Comments