প্রশ্ন:
তাহাজ্জুদ নামাজ কেবল চার রাকআত পড়ার বিধান কি? আর যে কোনো সূরা দিয়ে কি তাহাজ্জুদ পড়া যায়?
-------------------------------------
উত্তর:
তাহাজ্জুদের সালাত সর্ব নিম্ন দু রাকআত আর সাধারণভাবে দু রাকআত দু রাকআত করে ৮ রাকআত পড়ার পর বিতর পড়া উত্তম।
কেউ ইচ্ছে করলে দু রাকআত, চার রাকআত, ছয় রাকআত বা আট রাকআত পড়তে পারে। ইচ্ছে হলে আরও বেশিও পড়া যায়।
এতে সুবিধা অনুযায়ী কুরআনের যে কোন সুরা পাঠ করা যায়।
তবে যথাসম্ভব লম্বা সূরা, লম্বা রুকু ও সেজদা সহকারে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়া উত্তম।
তবে কোন ব্যস্ততা বা অন্য কোন কারণে কেবল দু রাকআত বা চার রাকআত পড়লেও সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।
-------------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi
0 Comments